ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাম্বিয়ায় নির্বাচনের ফল প্রত্যাখান প্রেসিডেন্ট ইয়াহইয়ার

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৬, ১০ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাম্বিয়ায় নির্বাচনের ফল প্রত্যাখান প্রেসিডেন্ট ইয়াহইয়ার

আন্তর্জাতিক ডেস্ক : পরাজয় মেনে নেয়ার এক সপ্তাহের মাথায় নির্বাচনের ফল প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহ। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে নির্বাচনে ‘অস্বাভাবিক ঘটনা’ ঘটেছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি পুর্ননির্বাচনের দাবি জানিয়েছেন।

 

১৯৯৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন জামেহ। গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে আবাসন ব্যবসায়ী আদামা ব্যারোর কাছে পরাজিত হন তিনি। আগামী বছরের জানুয়ারির শেষ নাগাদ দায়িত্ব নেয়ার কথা আদামার।

 

আদামার ট্রানজিশন টিমের প্রধান মিয়া আহমেদ ফত্তে বলেন, ‘ কী করা যায় সে ব্যাপারে আমরা আলোচনা করছি। আমরা যতদূর জানি, জনগণ আমাদের ভোট দিয়েছে। আমরা শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখব এবং কাউকে সহিংস্কতা উস্কানোর সুযোগ দেব না।’

 

এদিকে প্রেসিডেন্ট ইয়াহইয়া জামেহের বক্তব্যের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, ‘এ ধরণের পদক্ষেপ নিপীড়নমূলক ও গাম্বিয়ার জনগণের সঙ্গে প্রতারণা। এ ধরণের মর্মান্তিক প্রচেষ্টা নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে এবং অবৈধভাবে ক্ষমতায় থাকার ব্যবস্থা করে।’

 

প্রসঙ্গত, আফ্রিকার ক্ষুদ্রতম দেশ হচ্ছে গাম্বিয়া। দেশটির মোট জনসংখ্যা মাত্র ২০ লাখ।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১০ ডিসেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়