ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগেরহাটে আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাগেরহাটে আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে শুরু হয়েছে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট। আজ মঙ্গলবার বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল বনাম গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্র প্রতিদ্বন্দ্বিতা করে। তৃতীয়বারের এ টুনামেন্টে রাজধানী ঢাকার দুটিসহ বিভিন্ন জেলার ১১টি দল অংশ নিচ্ছে। 

টুনামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য অ্যাডভেকেট মীর শওকাত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হেপী বড়াল, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন- উল- হাসান ও খেলার প্রধান সমন্বয়কারী ফিরোজুল ইসলাম প্রমুখ।

এর আগে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামের উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয় বঙ্গবন্ধুর ভাতিজা বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের নামে এই স্টেডিয়ামের নামকরণ করে। ইতিমধ্যে প্রায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে স্টেডিয়ামটির সম্প্রসারণ, প্যাভেলিয়ন ও উত্তর পাশে গ্যালারি নির্মাণ কাজ শেষ হয়েছে।

উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল ১-০ গোলে গোপালগঞ্জ আবাহনী ক্রীড়া চক্রকে পরাজিত করে। বিশ্বজিত খেলার প্রথমার্ধে জয়সুচক গোলটি করেন।

চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা এবং রানার আপ দলকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন খেলার আয়োজকরা। আগামী ৩০ জানুয়ারি এ খেলার চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/বাগেরহাট/১৭ জানুয়ারি ২০১৭/আলী আকবর টুটুল/বকুল/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়