ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আলেপ্পোতে বোমা হামলায় নিহত ৪৫

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৩০ নভেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আলেপ্পোতে বোমা হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের দখল করা এলাকায় গোলাবর্ষণে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

 

আলেপ্পো শহরের পূর্ব অংশ দখল করে আছে প্রেসিডেন্ট আসাদের বিরোধী যোদ্ধারা। বিদ্রোহীদের এই শক্ত ঘাঁটিটি দখলের জন্য রাশিয়া ও আসাদ বাহিনী একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। বুধবার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গোলন্দাজ বাহিনীর হামলায় পূর্ব আলেপ্পোতে কয়েক ডজন লোক নিহত হয়েছে।

 

তবে সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গত কয়েকদিনের টানা হামলায় গৃহহীন হয়ে পড়েছে ৫০ হাজারের বেশি লোক।

 

এর আগে মঙ্গলবার রেড ক্রস জানিয়েছে, সিরিয়ার সরকারি বাহিনীর অগ্রযাত্রার মূখে পূর্ব আলেপ্পো ছেড়ে পালিয়েছে প্রায় ২০ হাজার লোক। এ সংখ্যা আরো বাড়তে পারে। আলেপ্পোতে ‘মানবিক বিপর্যয়’ ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ নভেম্বর ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়