ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আতশবাজি পুড়িয়ে শুরু হয়েছে নববর্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১১, ৩১ ডিসেম্বর ২০২২  
আতশবাজি পুড়িয়ে শুরু হয়েছে নববর্ষ উদযাপন

আতশবাজি পুড়িয়ে ইতোমধ্যে দেশে দেশে শুরু হয়েছে খ্রিষ্টীয় নববর্ষ উদযাপন। বিশ্বের অন্যান্য অঞ্চলের মধ্যে অস্ট্রেলিয়ায় সবার আগে নববর্ষ উদযাপন শুরু হয়েছে।

স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে সিডনির অপেরা হাউজ বর্নিল আলোচ্ছটায় ঝলমলে হয়ে ওঠে। সিডনি ছাড়াও হোবার্ট, অ্যাডিলেড, মেলবোর্ন ও ক্যানবেরায় আতশবাজি পুড়িয়ে উদযাপন করা হয় নববর্ষ।

প্রায় একই সময় নিউ জিল্যান্ডে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। 

রাত ১০টা বাজতেই দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সমবেত হতে শুরু করেন তরুণ-তরুণীরা। রাত ১২টা পেরুতেই বর্ণিল আলোয় ঝলমল হয়ে ওঠে নগরীরর বহুতল ভবনগুলো। প্রায় একই সময় জোনে অবস্থিত জাপানেও বরণ করা হয়েছে নববর্ষ। টোকিওতে জড়ো হওয়া তরুণ-তরুণীরা বর্ণিল বেলুন উড়িয়ে বিদায় জানান পুরাতন বছরকে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়