ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ২৫ মার্চ ২০২৩  
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে গণহত্যা দিবস পালিত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২৫ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টায় কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (শ্রম) আবুল হোসেন।

প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে শহিদদের সম্মানে নীরবতা পালন ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান এবং কাউন্সিলর (পাসপোর্ট ও ভিসা) মোহাম্মদ ইকবাল আক্তার। অনুষ্ঠানে বিশেষ এ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে সোনালী ব্যাংকের প্রতিনিধি মো. লুতফুর রহমান ও বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার এ বি সিদ্দিকী।

শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

ঢাকা/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়