ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৫ মার্চ ২০২১  
দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (২৫ মার্চ) সবচেয়ে বেশি দরপতন হয়েছে ফার্স্ট ফাইন্যান্সের। কোম্পানিটি ডিএসইর দরপতনের শীর্ষে উঠে এসেছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ২৫ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার সর্বশেষ ৬ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ১৪ লাখ টাকা লেনদেন হয়েছে।

ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমান কটন।  কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ কমেছে। শেয়ার সর্বশেষ ২৯ টাকায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক শূন্য ৭ শতাংশ কমেছে। শেয়ার সর্বশেষ ৫০ টাকা ৬০ পয়সায় বেচাকেনা হয়েছে। কোম্পানির মোট ২৫ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- রিপাবলিক ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল, জুট স্পিনার্স, জেনারেশন নেক্সট, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড।

নাজমুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়