ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুক্তির মিছিলে বলিউডের ১৬ চলচ্চিত্র

পাভেল রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ১২ আগস্ট ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তির মিছিলে বলিউডের ১৬ চলচ্চিত্র

বলিউড চলচ্চিত্রের পোস্টার

বিনোদন ডেস্ক : এ বছর বলিউড পাড়া যেন কিছুটা ঘুমিয়ে রয়েছে। বক্স-অফিসে ঝড় তুলতে পারেনি তেমন কোনো ছবি। বছরের প্রথম আট মাসে বলিউডের বক্স-অফিস রিপোর্ট তেমন ভাল নয়। আগামী চার মাস টানা উত্‍সবের মৌসুম। মুক্তির মিছিলে রয়েছে বেশ কিছু ছবি। বক্স-অফিস অপেক্ষা করছে এ ছবিগুলোর জন্য। ডিসেম্বর পর্যন্ত বলিউেড মুক্তি পাবে ১৬টি চলচ্চিত্র।

১৫ অাগস্ট মুক্তি পেতে যাচ্ছে রোহিত শেঠি পরিচালিত ‌সিংঘম রিটার্নস। এ ছবিটিতে অভিনয় করছেন অজয় দেবগন, কারিনা কাপুর। ছবিটি প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেনমেন্ট।

২২ অাগস্ট মুক্তি পাবে প্রদীপ সরকার পরিচালিত মর্দানি। এ ছবিটিতে অভিনয় করছেন- রানি মুখার্জি, জিশু সেনগুপ্ত। ছবিটা প্রযোজনা করছে আদিত্য চোপড়া।

৫ সেপ্টেম্বর মুক্তি পাবে প্রিয়াংকা চোপড়া অভিনীত আলোচিত ছবি ‌মেরি কম। ছবিটতে প্রিয়াংকার সহশিল্পী মীনাক্ষি কাতিলা। ছবিটি পরিচালনা করেছন ওমঙ্গ কুমার। ভায়াকম এইট্টিন মোশন পিকচারসের ব্যানারে আসছে ছবিটি।

১২ সেপ্টেম্বর মুক্তি পাবে ক্রিচার থ্রি ডি। এ ছবিটিতে অভিনয় করছেন বিপাশা বসু, ইমরান আব্বাস। ছবিটি পরিচালনা করছেন বিক্রম ভাট। ছবিটি প্রযোজনা করছে ভূষণ কুমার, কৃষণ কুমার।

১২ সেপ্টেম্বর মুক্তি পাবে ফাইন্ডিং ফ্যানি। হোমি আদাজানিয়া পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া, পঙ্কজ কাপুর, দীপিকা পাডুকোন, অর্জুন কাপুর।

১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে দাওয়াত এ ইশক। হাবিব ফয়জল পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আদিত্য রয় কাপুর, পরিনীতি চোপড়া। ছবিটি প্রযোজনা করছে আদিত্য চোপড়া।

১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে খুবসুরত।  ছবিটিতে অভিনয় করেছেন সোনম কাপুর, ফওয়াদ আফজল খান। ছবিটি প্রযোজনা করছে অনিল কাপুর, রিয়া কাপুর, সিদ্ধার্থ রায় কাপুর।

২ অক্টোবর মুক্তি পাবে হৃতিক রোশন ও ক্যাটরিনা কাইফ জুটির আলোচিত ছবি ব্যাং ব্যাং। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ ছবিটি প্রযোজনা করছে ফক্স স্টার স্টুডিও।

২ অক্টোম্বর মুক্তি পাবে বিশাল ভরদ্বাজ পরিচালিত ছবি হায়দর। এতে অভিনয় করছেন টাবু, শাহিদ কাপুর, শ্রদ্ধা কাপুর, কে কে মেনন। ছবিটি প্রযোজনা করছে বিশাল ভরদ্বাজ, সিদ্ধার্থ রায় কাপুর।

২৩ অক্টোবর ফারাহ খান পরিচালিত আলোচিত ছবি হ্যাপি নিউ ইয়ার। এতে অভিনয় করেছেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন। ছবিটি প্রযোজনা করছে রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

২৩ অক্টোবর মুক্তি পাবে রং রসিয়া। এতে অভিনয় করছেন রনদীপ হুদা, নন্দনা সেন। ছবিটি পরিচালনা করছেন কেতন মেহতা। ছবিটি প্রযোজনা করছে দীপা সাহি, কেতন মেহতা।

১৪ নভেম্বর মুক্তি পাবে কিল দিল। ছবিটিতে অভিনয় করছেন রনবীর সিং, পরিনীতি চোপড়া, আলি জাফর, গোবিন্দা। শাদ আলি পরিচালিত এ ছবিটি প্রযোজনা করছে আদিত্য চোপড়া।

২৮ নভেম্বর মুক্তি পাবে বম্বে ভেলভেট। এতে অভিনয় করেছেন রনবীর কাপুর, অানুশকা শর্মা, রাবিনা টেন্ডন। অনুরাগ কাশ্যপ এর পরিচালনা এ ছবিট আসছে ফ্যান্টম ফিল্মস ও ফক্স স্টার স্টুডিও এর ব্যানারে।

১৯ ডিসেম্বর মুক্তি পাবে আলোচিত-সমালোচিত ছবি পিকে। এতে অভিনয় করছেন আমির খান, অানুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত। রাজকুমার হিরানি পরিচালিত এ ছবিটি আমির খানের নগ্ন পোস্টারের জন্য সমালোচিত হয়েছে। ছবিটি প্রযোজনা করছে বিধু বিনোদ চোপড়া, সিদ্ধার্থ রায় কাপুর।

১৯ ডিসেম্বর মুক্তি পাবে ওয়েলকাম ব্যাক। এ ছবিটিতে অভিনয় করেছেন জন অ্যাব্রাহাম, নানা পাটেকর, অনিত কাপুর, পরেশ রাওয়াল। আনিস বাজমি পরিচালিত এ ছবিটির প্রযোজক-ফিরোজ নাদিয়াদওয়ালা।


 

রাইজিংবিডি/ঢাকা/১৩ আগস্ট ২০১৪/পাভেল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়