ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৬ লাখ টাকা চুরি, ১৪ লাখ মিলল প্রতিবেশীর ঘরে

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৩১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৯:১৫, ৩১ ডিসেম্বর ২০২২
২৬ লাখ টাকা চুরি, ১৪ লাখ মিলল প্রতিবেশীর ঘরে

নোয়াখালীর বেগমগঞ্জে এক বসতঘর থেকে ২৬ লাখ টাকা চুরি হওয়ার সাত দিন পর ১৪ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মো. মিজানুর রহমান মিজান (৪২) নামের স্থানীয় এক সালিশদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

গ্রেপ্তার মিজানুর রহমান মিজান উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফপুর গ্রামের মৃত হাজী ইব্রাহীমের ছেলে। এর আগে, গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে বেগমগঞ্জ উপজেলার ১৫নং শরীফপুর ইউনিয়নের দক্ষিণ শরীফ গ্রামের ফজলুল হকের ঘরে চুরির ঘটনা ঘটে। চোর চক্র আলমারিতে থাকা ২৬ লাখ টাকা, স্বর্ণালংকার, জমির দলিলসহ মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

এ ঘটনায় গত সোমবার (২৬ ডিসেম্বর) ভুক্তভোগী মো. ফজলুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বাদীপক্ষের প্রতিবেশী মিজান এবং বাদীর বাড়ির বিভিন্ন ছোটখাটো বিষয়ের মীমাংসাকারী।

বাদীর বাড়িতে সে সবসময় যাতায়াত করত এবং সকল বিষয়ে জানত। বাদীর ঘরে ২৬ লাখ টাকা ও স্বর্ণালংকার আছে সেটাও জানতে। পরবর্তীতে তিনি টাকা ও স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করেন।

পুলিশ তদন্তকালে চুরির ঘটনায় মিজানের সংশ্লিষ্টতা পাওয়ার তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান চুরির বিষয়টি স্বীকার করেন এবং টাকা ও স্বর্ণালংকার প্রতিবেশী রাজু আহমেদের ঘরে আছে বলে জানান।

মিজানের দেওয়া তথ্যমতে, রাজুর বসতঘরে তল্লাশি চালিয়ে ১৩ লাখ ৮৫ হাজার টাকা এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘পুলিশের তদন্ত অব্যাহত আছে। পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।’

সুজন/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়