ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নীতিমালার আগে শিক্ষার্থী ভর্তি: ব্যবস্থা নেবে মাউশি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০১, ১০ নভেম্বর ২০২০   আপডেট: ২০:০৮, ১০ নভেম্বর ২০২০
নীতিমালার আগে শিক্ষার্থী ভর্তি: ব্যবস্থা নেবে মাউশি

নীতিমালা জারি করার আগে শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশনা দিয়েছে মাধ‌্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে বলা হয়েছে, নীতিমালা জারির আগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করলে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

অথচ, ভর্তি নীতিমালা চূড়ান্ত হওয়ার আগেই রাজধানীর একাধিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ভর্তি-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  এরমধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর প্রিপেটরি স্কুল অ্যান্ড কলেজে রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভর্তি ফরমও পাওয়া যাচ্ছে।

মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক ফোরামের আহ্বায়ক মাসুদুর রহমান বলেন, ‘এক সপ্তাহ আগে মনিপুর স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে ভর্তি ফরম পাওয়া যাচ্ছে।’

তবে এ বিষয়ে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ হোসেনের সঙ্গে একাধিক যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জানতে চাইলে মোহাম্মদপুর প্রিপেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন বলেন, ‘গভর্নিং বডির সিদ্ধান্তে  প্রথম শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। অনলাইনের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করতে নির্দেশনা জারি করা হয়েছে।’

উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে যোগাযোগের চেষ্টা করেও অধ্যক্ষ ড. উম্মে সালমার বক্তব‌্য নেওয়া সম্ভব হয়নি। 

এদিকে, রাজধানীর বেসরকারি স্কুলগুলোয় নভেম্বর মাস থেকে ভর্তি কার্যক্রমের প্রস্তুতি শুরু হলেও এবার করোনার কারণে ভর্তি নীতিমালা জারি করা হয়নি। কোন পদ্ধতিতে এবার শিক্ষার্থী ভর্তি করাবে, সে নির্দেশনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দিকে চেয়ে আছে স্কুল কর্তৃপক্ষ।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহান আরা বেগম বলেন, ‘অন্যান‌্য বছর নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরা করা হয়। কিন্তু এবার করোনার কারণে সম্ভব হয়নি।  শিক্ষা মন্ত্রণালয় থেকে ভর্তির নীতিমালা জারি করা হলে প্রস্তুত নেওয়া হবে।’

জানতে চাইলে মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘বেসরকারি বিদ্যালয়ে ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কাজ শুরু হয়েছে। দ্রুত প্রকাশিত হবে। বর্তমান পরিস্থিতিতে প্রথম থেকে ৮ম শ্রেণির কোন পদ্ধতিতে এবার ভর্তি করানো হবে, সেসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে এ নীতিমালা জারি করা হবে।’

সৈয়দ গোলাম ফারুক বলেন, ‘নীতিমালা জারির আগে কেউ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না। আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ শাস্তিমূলক ব‌্যবস্থা হিসেবে প্রতিষ্ঠানের এমপিও বাতিল ও পাঠদানের অনুমোদন বাতিল হতে পারে বলেও জানান তিনি।

/ইয়ামিন/এনই 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়