ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ১৭ এপ্রিল ২০২৪  
ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে

ইউক্রেনে নিহত রুশ সেনার সংখ্যা এখন ৫০ হাজার ছাড়িয়েছে। বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি রাশিয়া, স্বাধীন মিডিয়া গ্রুপ মিডিয়াজোনা এবং স্বেচ্ছাসেবীরা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে নিহত সেনাদের সংখ্যা গণনা করছে। কবরস্থানে নতুন কবর অনেক সেনার নাম প্রদান করতে সাহায্য করেছে। এছাড়া  সরকারি প্রতিবেদন, সংবাদপত্র এবং ফেসবুকের মতো ওপেন সোর্স নিহত সেনাদের সংখ্যা  সংগ্রহে সহায়তা করেছে।

বিবিসি জানিয়েছে, যুদ্ধের দ্বিতীয় বছরে ২৭ হাজার ৩০০ এর বেশি রুশ সেনা নিহত হয়েছে। সামগ্রিক মৃত্যুর সংখ্যা  ৫০ হাজারের বেশি। যুদ্ধ শুরুর পর রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে কী পরিমাণ সেনা পাঠিয়েছে এ সংখ্যা তারই ইঙ্গিত দেয়। ২০২২ সালের সেপ্টেম্বরে মস্কোর দেওয়া নিহত সেনা সংখ্যার ব্যাপারে রুশ সরকার যে তথ্য প্রকাশ করেছে এই সংখ্যা তারচেয়ে আট গুণ বেশি। তবে যুদ্ধে নিহত রুশ সেনা সংখ্যা বিবিসির অনুসন্ধানে জানা সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে।

বিবিসি জানিয়েছে, তাদের বিশ্লেষণে পূর্ব ইউক্রেনে - রুশ অধিকৃত দোনেস্ক ও লুহানস্কে মিলিশিয়াদের মৃত্যু অন্তর্ভুক্ত নয়। এগুলো যুক্ত হলে রাশিয়ার পক্ষে মৃতের সংখ্যা আরও বেশি হবে।

এদিকে, ইউক্রেন যুদ্ধক্ষেত্রের নিজেদের সেনার প্রাণহানির মাত্রা নিয়ে খুব কমই মন্তব্য করে। ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। তবে মার্কিন গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, নিহত সেনাদের সংখ্যা আরও অনেক বেশি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়