ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরক্ত হলে গাছের চূড়ায় উঠে যায় ‘লাল ঝুটি টিয়া’

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:৫১, ১৮ নভেম্বর ২০২৫
বিরক্ত হলে গাছের চূড়ায় উঠে যায় ‘লাল ঝুটি টিয়া’

লাল ঝুটি টিয়া। ছবি: সংগৃহীত

লাল ঝুটি টিয়া বা red-capped parrot  প্রধানত সবুজ রঙের হয়। একটি  টিয়া প্রায় ২২ সেন্টিমিটার লম্বা হয় এবং এর ওজন ৯৮ থেকে ১২০ গ্রাম পর্যন্ত হতে পারে। এদের শরীর মূলত সবুজ রঙের হয়, ডানার বাইরের অংশ ও লেজের প্রান্তের পালকগুলি নীল রঙের হয়।

পুরুষ পাখির কপাল, মাথা এবং কানের ওপরের অংশে উজ্জ্বল লাল রঙ থাকে। যা স্ত্রী পাখির থাকে না। স্ত্রী পাখির মাথায় হালকা নীল আভা থাকতে পারে এবং কানের কাছে বাদামী রঙের ছোপ থাকে। অপ্রাপ্তবয়স্ক পুরুষদের প্রাপ্তবয়স্কদের তুলনায় মাথায় কম লাল রঙ থাকে।

আরো পড়ুন:

লাল ঝুটি টিয়া দক্ষিণ-পূর্ব ব্রাজিল, পূর্ব প্যারাগুয়ে এবং উত্তর-পূর্ব আর্জেন্টিনার আটলান্টিক বনাঞ্চলে বা এর কাছাকাছি অঞ্চলে বাস করে। এটি সাধারণত আর্দ্র বনভূমিতে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৫০০ মিটার উচ্চতর জনপদে দেখা যায়। তবে আরাওকারিয়া অধ্যুষিত তুলনামূলক শুষ্ক ও আংশিকভাবে পরিষ্কার করা অঞ্চলেও এদের পাওয়া যায়। এই পাখি বিভিন্ন ধরণের ফল, বীজ এবং ইউক্যালিপটাস গাছের ছাল খায়। এরা সাধারণত ছোট দল বা জোড়ায় চলাচল করে। খাওয়াদাওয়ার সময় এরা বেশ শান্ত থাকে, যদিও পাহারাদার পাখি উঁচু স্থানে বসে নজর রাখে। 

উড়ার সময় এরা তীক্ষ্ণ স্বরে ডাকে। বসা অবস্থায়, তারা একই ধরণের স্বরে বিভিন্ন ধরনের শব্দ করে। বিরক্ত হলে এরা কাছের গাছের চূড়ায় উঠে যায় এবং সাধারণভাবে সোজা ভঙ্গিতে বসে জোরে ডাকে। এরা গাছের কোটরে বাসা বাঁধে। বন্য পরিবেশে সাধারণত দুটি ডিম পাড়ে, তবে আবদ্ধ অবস্থায় ৩-৪টি ডিম পাড়তে দেখা যায়। স্ত্রী পাখি একাই ডিমে তা দেয় এবং ডিম ফুটতে প্রায় ২৪ দিন সময় লাগে। 

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (IUCN) এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে মূল্যায়ন করেছে। যদিও বনাঞ্চল ধ্বংসের কারণে এদের সংখ্যা কমছে, তবে এখনও যেসব অঞ্চলে বনাঞ্চল বিস্তৃত, সেখানে এদের মোটামুটি ভালো সংখ্যায় দেখা যায়। 

সূত্র: বার্ড সিনব্যাক ইয়ার্ড অবলম্বনে

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়