ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সাগরের জলদস্যু’ বলা হয় যে পাখিকে

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩১, ২৫ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:৩৬, ২৫ নভেম্বর ২০২৫
‘সাগরের জলদস্যু’ বলা হয় যে পাখিকে

ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড

সামুদ্রিক পাখি ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড। বড় ঠোঁটওয়ালা এই পাখি অন্য পাখিদের নিজেদের খাদ্য বানানোর চেষ্টা করে। এই পাখি অন্য পাখিদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য পরিচিত। তাই একে ‘সাগরের জলদস্যু’ বলা হয়। 

ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড খুব কমই পানিতে নামে। কারণ এদের জলরোধী পালক নেই, কিন্তু এরা দীর্ঘ দূরত্ব উড়তে পারে, এমনকি উড়ন্ত অবস্থাতেই ঘুমায়। 

আরো পড়ুন:

ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড। ছবি: সংগৃহীত

একটি বড় ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড-এর দৈর্ঘ্য ৮৯-১১৪ সেমি হতে পারে। এদের ডানার বিস্তার ২.৪৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। পুরুষ পাখির বুকের কাছে একটি উজ্জ্বল লাল থলির মতো অংশ থাকে। যা প্রজনন ঋতুতে নারী পাখিদের আকর্ষণ করার জন্য ফুলিয়ে তোলে।

ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড-এর পা ছোট এবং দুর্বল। এরা উষ্ণ বাতাসের ওপর ভর করে দিনে প্রায় ২৫৫ মাইল পর্যন্ত উড়তে পারে, এবং উড়ন্ত অবস্থায়ই ঘুমায়।এরা উড়ন্ত মাছ, স্কুইড, টুনা, এবং অন্যান্য ছোট সামুদ্রিক প্রাণী পানি থেকে ধরে খায়।

ম্যাগনিফিসেন্ট ফ্রিগেটবার্ড সাধারণত গ্রীষ্মমন্ডলীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের মহাসাগরের কাছাকাছি বাস করে এবং ম্যানগ্রোভ বা নিচু গাছপালায় বাসা তৈরি করে। এরা প্রতি প্রজনন মৌসুমে একটি সাদা ডিম দেয়। এই পাখির সংখ্যা দিনকে দিন উল্লেখযোগ্যহারে কমে চলেছে।

সূত্র: অল অ্যাবাউট বার্ডস

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়