ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরোনিক: উপসাগর হলেও এর ঢেউ শান্ত

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ২৮ নভেম্বর ২০২৫   আপডেট: ০৮:৫০, ২৮ নভেম্বর ২০২৫
সরোনিক: উপসাগর হলেও এর ঢেউ শান্ত

ছবি: সংগৃহীত

প্রাচীন গ্রিক সভ্যতা এবং আধুনিক পশ্চিমা সংস্কৃতি বিকাশে সরোনিক উপসাগরের ব্যাপক ভূমিকা রয়েছে। এটি গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত। যা এজিয়ান সাগরের একটি অংশ। এই উপসাগরটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক দিয়েই শুধু গুরুত্বপূর্ণ না এটি আধুনিক গ্রিসের অর্থনীতিতেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। 

সরোনিক উপসাগর এজিয়ান সাগরের একটি অংশ। এটি গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিম দিকে গ্রিসের প্রধান বন্দর শহর  এথেন্সের কাছাকাছি অবস্থিত। সরোনিক উপসাগরের মধ্যে বেশ কয়েকটি দ্বীপ রয়েছে। ক্রিট দ্বীপটি এর দক্ষিণ সীমানা হিসেবে বিবেচিত হয়।  এছাড়াও আছে এগ্রিনা,  পোরেস, হাইদ্রা, সালামিস এবং  স্পেটসেস দ্বীপ। দ্বীপগুলি সবুজে ছাওয়া পাহাড়, পাইন বন, স্ফটিক স্বচ্ছ জল এবং নির্জন সৈকত দ্বারা বেষ্টিত। সব মিলিয়ে তৈরি করে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য।

আরো পড়ুন:

গ্রীসের রাজধানী এথেন্সের পিরিয়াস বন্দর থেকে সহজেই ফেরিতে দ্বীপগুলিতে পৌঁছানো যায়, যা এটিকে পর্যটকদের জন্য একটি সুবিধাজনক গন্তব্য করে তুলেছে।

সরোনিক উপসাগরের সালামিস দ্বীপটি গ্রেকো-পার্সিয়ান যুদ্ধের সময় বিখ্যাত নৌ-যুদ্ধের স্থান ছিল, যা ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই অঞ্চলের জলরাশি সাধারণত শান্ত থাকে এবং এখানে হালকা থেকে মাঝারি বাতাস বয়। 

স্পেটসেসের মতো কিছু দ্বীপে মোটর গাড়ি নিষিদ্ধ, যা সেখানকার শান্ত পরিবেশ বজায় রাখতে সাহায্য করে এবং পর্যটকদের এক অনন্য অভিজ্ঞতা দেয়। এই উপসাগরের আশেপাশে প্রচুর প্রত্নতাত্ত্বিক স্থান ও নিদর্শন রয়েছে, যেমন আইজিনার অ্যাফাইয়া মন্দির এবং সানিওনে পোসাইডনের মন্দির। মনোরম দৃশ্য, সুন্দর সৈকত এবং মনোরম উপকূলীয় শহরগুলির কারণে সরোনিক উপসাগর একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়