ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বকাপে পর্তুগাল-কলম্বিয়া ম‌্যাচের টিকিটের সবচেয়ে বেশি আবেদন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৫  
বিশ্বকাপে পর্তুগাল-কলম্বিয়া ম‌্যাচের টিকিটের সবচেয়ে বেশি আবেদন

ছবি: সংগৃহীত

আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপকে সামনে রেখে গত ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টিকিটের প্রাথমিক আবেদন।

প্রথম পর্বের সেই আবেদনে, প্রথম ২৪ ঘণ্টা ১.৫ মিলিয়ন জমা পড়েছিল। বিশ্বকাপ ফুটবলের সময় যত ঘনিয়ে আসছে, এ মহোৎসবকে ঘিরে উত্তেজনাও বাড়ছে। টিকিট কিনতেও তৈরি হয়েছে তুমুল উন্মাদনা।

আরো পড়ুন:

গতকাল দ্বিতীয় পর্বের আবেদনে, ২৪ ঘণ্টায় ৫ মিলিয়ন টিকিটের আবেদন পড়েছে। টিকিটের উচ্চ মূল্য নিয়ে ভক্তদের মধ্যে অসন্তোষ থাকলেও, এই বিপুল চাহিদা ফিফাকে বেশ আত্মবিশ্বাস দিচ্ছে। 

ফিফা জানিয়েছে, ২০২৬ সালের ১১ই জুন থেকে ১৯শে জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৮ দলের প্রথম বিশ্বকাপের টিকিটের জন‌্য তাদের ওয়েবসাইটে ২০০টিরও বেশি দেশ থেকে ভক্তরা আবেদন করেছে।

এদিকে ফুটবল সাপোর্টার্স ইউরোপ বৃহস্পতিবার ফিফার কাছে টিকিটের দাম কমানো এবং টিকিট বরাদ্দ ও বিক্রি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে।  তাদের মতে,  ২০২২ সালের কাতার বিশ্বকাপের তুলনায় টিকিটের দাম পাঁচ গুণ বেড়েছে।

ফিফার মতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি টিকিটের আবেদন পড়েছে কলম্বিয়া ও পর্তুগালের ম‌্যাচে। মিয়ামিতে যেই ম‌্যাচটি হবে ২৭ জুন। গ্রুপ পর্বের এই ম‌্যাচটিকে ঘিরে আলোচনার শেষ নেই। টিকিটের বাড়তি চাহিদা সেই কথাই বলছে। এরপর আছে ব্রাজিল-মরক্কো (১৩ জুন), মেক্সিকো-দক্ষিণ কোরিয়া (১৮ জুন), ইকুয়েডর-জার্নামিন (২৫ জুন), স্কটল‌্যান্ড-ব্রাজিল (২৪ জুন)।

আয়োজক তিন দেশ বাদে, টিকিট আবেদনের ক্ষেত্রে শীর্ষ দেশগুলো হলো কলম্বিয়া, ইংল্যান্ড, ইকুয়েডর, ব্রাজিল, আর্জেন্টিনা, স্কটল্যান্ড, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং পানামা। 

তথ‌্যসূত্র: রয়টার্স

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়