ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে ১৯ এপ্রিল থেকে প্রাপ্তবয়স্ক সবাই টিকা নিতে পারবেন

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১২:০৯, ৮ এপ্রিল ২০২১
যুক্তরাষ্ট্রে ১৯ এপ্রিল থেকে প্রাপ্তবয়স্ক সবাই টিকা নিতে পারবেন

যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্ক সকলেই আগামী দুই সপ্তাহ নাগাদ কোভিড-১৯ এর টিকা নিতে পারবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিশ্বে সর্বোচ্চ সংখ্যক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ডধারী যুক্তরাষ্ট্র বর্তমানে টিকা দেওয়ার ক্ষেত্রে নেতৃত্বস্থানে রয়েছে। হোয়াইট হাউজ থেকে দেওয়া এক ভাষণে মঙ্গলবার (৬ এপ্রিল) বাইডেন বলেন, ১৮ বছরের বেশি বয়সী সকলেই আগামী ১৯ এপ্রিল থেকে টিকা নেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে। এর আগে এ সময়সীমা ছিল ১ মে।

আরো পড়ুন:

জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাইডেন আরো বলেন, ‘আমাদের টিকাদান কর্মসূচি খুব জোরেশোরেই চলছে। ভ্যাকসিন পাওয়ার নিয়ম নীতি আমরা সহজ করছি। আমরাই বিশ্বে প্রথম ১৫ কোটি লোককে টিকা দিতে পেরেছি। এছাড়া ৬ কোটি ২০ লাখ লোককে দু’টি ডোজই দেওয়া হয়েছে। বাইডেনের ১৯ এপ্রিল সময়সীমার অর্থ, যারা টিকা নিতে চান তাদের জন্য এর মধ্যে বয়স, স্বাস্থ্য ও অন্যান্য শর্তাদি তুলে নেওয়া হবে।’

এদিকে টিকা দেওয়ার এ অগ্রগতি বজায় থাকলে আগামী ১৫ জুন নাগাদ সবকিছু খুলে দেবে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে বিবেচিত ক্যালিফোর্নিয়া। রাজ্যের গভর্নর গেভিন নিউসম এ কথা জানান। যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল এই রাজ্যে এ পর্যন্ত ২ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়