ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৩৩, ২৮ সেপ্টেম্বর ২০২৩
মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ কর্তৃক এক বিশেষ দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

আরো পড়ুন:

অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) এর তাৎপর্য বর্ণনা করে বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনা করেন মাওলানা  মোমেন উল্লাহ।

তিনি মহানবী (সা.) এর জীবনের বিভিন্ন গুণাবলী সম্পর্কে আলোকপাত করেন। একই সাথে এসব গুণাবলী সবাইকে নিজ নিজ জীবনে প্রতিপালনের আহ্বান জানান।

হাইকমিশনের কাউন্সেলর মো. সোহেল পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক,  রাজনৈতিক সংগঠনের নেতা ও  স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সবশেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ্ সহ সমগ্র মানবজাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়