ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে ই-ভিসার জন্য নতুন ভিসা পোর্টাল চালু

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৭, ১৯ জুলাই ২০২৫  
কুয়েতে ই-ভিসার জন্য নতুন ভিসা পোর্টাল চালু

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুয়েত ভিসা পোর্টাল’ (https://kuwaitvisa.moi.gov.kw) নামে একটি নতুন অফিসিয়াল ইলেকট্রনিক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই পোর্টালের মাধ্যমে বিভিন্ন ধরনের ই-ভিসার জন্য আবেদন, আবেদনের অবস্থা ট্র্যাক, ভিসার তথ্য যাচাই ও অন্যান্য অভিবাসন-সম্পর্কিত পরিষেবা পাওয়া যাবে। 

গত বৃহস্পতিবার (১৭ জুলাই), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুয়েত ভিসা’ প্ল্যাটফর্মটি চালু করার ঘোষণা দেয়। প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফের নির্দেশে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আলী আল-আদওয়ানির তত্ত্বাবধানে এই প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে।

এই প্ল্যাটফর্মটি এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে যারা কুয়েতে আইনত অনুমোদিত পর্যটন, বাণিজ্যিক, পারিবারিক এবং সরকারি ভিজিট ভিসায় ভ্রমণ করতে চান। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি প্রবিধান এবং রেসিডেন্সি অ্যাফেয়ার্স-এর সাধারণ বিভাগের জারি করা প্রয়োজনীয়তা অনুযায়ী পরিচালিত হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্ল্যাটফর্মে উপলব্ধ ভিসার প্রকারগুলো হলো: পর্যটন, পারিবারিক, বাণিজ্যিক এবং সরকারি ভিসা। প্রতিটি ভিসার জন্য যোগ্য আবেদনকারী এবং অবস্থানের সময়কাল সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো:

পর্যটন ভিসা (Tourist Visa)

যারা পর্যটন ও অবসর যাপনের উদ্দেশ্যে কুয়েত ভ্রমণ করতে চান তাদের জন্য পর্যটন ভিসা।
* যোগ্য আবেদনকারী: ব্যক্তিগণ।

* থাকার সময়কাল: প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত।

বাণিজ্যিক ভিসা (Commercial Visa)
কুয়েতে ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণকারী ব্যক্তিদের জন্য বাণিজ্যিক ভিজিট ভিসা প্রদান করা হবে। যেমন: মিটিং, সম্মেলন বা স্থানীয় সংস্থার সঙ্গে অংশীদারিত্ব স্থাপন।

* যোগ্য আবেদনকারী: স্থানীয় সংস্থাগুলো যারা ব্যবসায়ী, বিদেশি কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিনিধি, বড় কোম্পানি এবং হোটেলগুলোকে মিটিং আয়োজন বা চুক্তি স্বাক্ষরের জন্য আমন্ত্রণ। 

* থাকার সময়কাল: প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত।

পারিবারিক ভিজিট ভিসা (Family Visit Visa)
যারা কুয়েতে বসবাসকারী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চান তাদের জন্য পারিবারিক ভিজিট ভিসা ইস্যু করা হয়।

* যোগ্য আবেদনকারী: কুয়েতে বসবাসকারী বাসিন্দাদের আত্মীয়স্বজন। আবেদনটি অবশ্যই কুয়েতে বসবাসকারী একজন পরিবারের সদস্যের মাধ্যমে জমা দিতে হবে।

* থাকার সময়কাল: প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত।

সরকারি ভিজিট ভিসা (Government Visit Visa)
এই ভিসা সরকারি কর্মকর্তাদের জন্য ইস্যু করা হয় যারা কুয়েতে দাপ্তরিক উদ্দেশ্যে ভ্রমণ করেন, যেমন: আন্তর্জাতিক সম্মেলন বা দ্বিপাক্ষিক সরকারি বৈঠকে অংশগ্রহণ।

* যোগ্য আবেদনকারী: সরকারি সংস্থা।

* প্রয়োজনীয়তা: আতিথেয়তাকারী সরকারি সংস্থার একটি আনুষ্ঠানিক আমন্ত্রণের ভিত্তিতে হতে হবে এবং নির্দিষ্ট কূটনৈতিক প্রটোকল সাপেক্ষে।

* থাকার সময়কাল: প্রবেশের তারিখ থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত।

নিরাপত্তা ও আইনি প্রয়োজনীয়তা

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সমস্ত ভিজিট ভিসা নিরাপত্তা যাচাই-বাছাইয়ের জন্য (ব্যক্তি, সংস্থা বা সরকারি সংস্থা) উভয়ের কাছ থেকে সকল সহায়ক নথিপত্র প্রয়োজন।

* আবেদনের আগে পাসপোর্টের কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে।

* সব জাতীয়তা অনলাইন ভিসার জন্য যোগ্য নয়, প্রথমে ভিসা নীতি যাচাই করে নিতে হবে।

* প্রক্রিয়াকরণের সময় ভিসার প্রকার এবং সহায়ক নথিপত্রের উপর নির্ভর করে পরিবর্তিত হয়।

* এর মধ্যে পর্যটন পরিদর্শনের জন্য নির্দিষ্ট ডকুমেন্টেশন অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে যে, ভিসার শর্ত লঙ্ঘন, যার মধ্যে অনুমোদিত থাকার সময় অতিক্রম করা বা ভিসার উদ্দেশ্য অপব্যবহার করা, সেগুলোর জন্য কঠোর আইনি শাস্তি প্রয়োগ করা হবে।

ঢাকা/হাসান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়