ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শোক বই স্বাক্ষরের আয়োজন

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৫, ২৯ জুলাই ২০২৫  
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শোক বই স্বাক্ষরের আয়োজন

রাজধানী ঢাকায় গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় সর্বশেষ তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিশু। এছাড়াও শতাধিক আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এই জাতীয় ট্র্যাজেডির পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ সরকার ২২ জুলাইকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করে।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এবং নিহতদের স্মরণে, কুয়েতের বাংলাদেশ দূতাবাস গত ২৭ ও ২৮ জুলাই একটি শোক বই স্বাক্ষরের আয়োজন করে।

এতে কুয়েত রাষ্ট্রের উল্লেখযোগ্য সংখ্যক প্রতিনিধি, কূটনৈতিক মিশন এবং কুয়েতের আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা দূতাবাসে এসে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তাদের গভীর সমবেদনা জানান।

এছাড়াও, যারা ব্যক্তিগতভাবে উপস্থিত হতে পারেননি, তাদের অনেকেই দূতাবাসের দাপ্তরিক ই-মেইলের মাধ্যমে তাদের শোকবার্তা পাঠিয়েছেন।

বাংলাদেশ দূতাবাস জাতীয় শোকের সময়ে যারা শোক ও সমবেদনা জানিয়েছেন, সেই সকল বিশিষ্ট ব্যক্তি, কূটনৈতিক মিশন এবং ব্যক্তিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ঢাকা/হাসান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়