ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুয়েতে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

আ হ জুবেদ, কুয়েত থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ৩১ জুলাই ২০২৫  
কুয়েতে রেমিট্যান্স যোদ্ধা দিবস পালিত

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫।

বুধবার (৩০ জুলাই) কুয়েতের মিসিলাস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা (ডিফেন্স এটাচে) ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সেলর মোহাম্মদ ইকবাল আকতার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকির, সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফর রহমানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া নৃশংসতার চিত্র প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন প্রবাসী বাংলাদেশিদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশিরা একটি নীরব সংগ্রাম করে যাচ্ছে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য।” তিনি আরো যোগ করেন, “আমরা চাই একটি প্রগতিশীল, সহনশীল ও গণতান্ত্রিক বাংলাদেশ।”

শেষে জুলাই-আগস্টের নৃশংসতায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বাংলাদেশের উন্নতি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া করা হয়।

ঢাকা/হাসান/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়