কুয়েতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
আ হ জুবেদ, কুয়েত থেকে: || রাইজিংবিডি.কম
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে মঙ্গলবার (৫ আগস্ট) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
কাউন্সেলর ও দূতালয় প্রধান মুহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
পরে, রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বাণী পাঠ করেন মিনিস্টার (শ্রম) আবুল হোসেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, এর গুরুত্ব এবং তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন তার বক্তব্যে গণঅভ্যুত্থানের পটভূমি, এর প্রভাব, বর্তমান প্রাসঙ্গিকতা এবং এই আন্দোলনে প্রবাসীদের ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে, জুলাই-আগস্ট মাসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের সার্বিক উন্নয়ন কামনা করা হয়। দূতাবাস কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, প্রকৌশলী, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার প্রবাসীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ঢাকা/হাসান/ফিরোজ