ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাদা-কালো সাজ

মৃন্ময়ী হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২০ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাদা-কালো সাজ

মডেল: অর্পিতা, ড্রেস: নিত্যউপহার, ফটোগ্রাফি: অপূর্ব খন্দকার

মৃন্ময়ী হাসান : একুশ মানে তো প্রভাত ফেরী। একুশ মানে সাদাকালো। প্রভাতফেরীতে বের হওয়া আর ছুটির এই দিনটাতে নিজেকে সাজিয়ে নিতে চান অনেকেই। কীভাবে সাজব দিনটিতে তার জন্য রাইজিংবিডির পাঠকদের জন্য রুপবিশেষজ্ঞ তানজিমা শারমীন মিউনী দিয়েছেন নানা পরামর্শ।

 

এই দিনটাতে আমরা নিজেদের সাজিয়ে নিই সাদা-কালোয়। কিংবা শুধু সাদা নয়ত শুধু কালো দিয়ে। শাড়ী কিংবা সালোয়ার কামিজ যাই হোক না কেন সাজটা হওয়া চাই স্নিগ্ধ। প্রথমে মুখ ভালো করে ধুয়ে এক টুকরো বরফ ঘষে নিন। এতে গরমে মুখ ঘামাবে না। এবার সামান্য লিকুইড ফাউন্ডেশন হাতে নিয়ে একটি বাফিং ব্রাশ দিয়ে বেইজ করে নিন। ব্রাশ দিয়ে এমনভাবে ফাউন্ডেশন ব্লেন্ড করে দিন, যাতে ত্বকের সঙ্গে মিশে যায়।

 

মুখে কোনো ধরনের স্পট না ধাকলে কনসিলার দেওয়ার প্রয়োজন নেই। কনসিলার শুধু দাগ ঢাকার জন্য ব্যবহার করবেন। চোখের নিচের কালো দাগ কনসিলারের সাহায্যে ঢেকে নেওয়া যায়। পাফ ভিজিয়ে মুখে হালকাভাবে প্যানকেক দিয়ে বেইজটা ভারি করে নিন। এতে মেকআপটা ভালোভাবে সেট হবে। পুরো মুখে প্যানকেক হালকা চেপে ত্বকের সঙ্গে মিশিয়ে দিন। সবশেষে ফিনিশিং পাউডার দিয়ে পুরো মেকআপ সেট করে নিন। থিক একটি ব্রাশ দিয়ে মুখে ভালো করে পাউডার ব্লেন্ড করে দিন। ডার্ক ব্রাউন কালার কন্টোরিং পাউডার দিয়ে দুই পাশের গালে কন্টোরিং করে নিন। চিক ও কানের মাঝখান থেকে একটু নিচ পর্যন্ত টেনে কন্টোরিং করে নিন।

 

এবার দুই চিকে ব্রাউনিশ পিংক কালার ব্লাশন দিন। ব্লাশন ব্রাশ দিয়ে ভালোভাবে সমান পরিমাণ ব্লাশন ব্যবহার করুন। চোখে প্রথমে হালকা ব্রাউন কালার আইশ্যাডো দিন। এবার আইলিডের ওপর কালো আইশ্যাডো ভালো করে ব্লেন্ড করে নিন। সবশেষে হাইলাইটে সিমারি হোয়াইট কালার আইশ্যাডো দিন।

 

চোখকে প্রমিনেন্ট করতে টেনে আইলাইনার ব্যবহার করুন। আপনি চাইলে আইল্যাশ ব্যবহার করতে পারেন। এবার গাঢ় করে মাশকারা দিন। ডার্ক ব্রাউন আইব্রো শ্যাডো বেছে নিন। চিকন ব্রাশের সাহায্যে এই আইব্রো শ্যাডো দিয়ে আইব্রো শেপ করে নিন। পিংক কালার লিপলাইনার দিয়ে ঠোঁট ভালো করে একে নিন। এবার গাঢ় পিংক লিপস্টিক দিন।

 

সবশেষে সিমারি পিঙ্কিশ গোল্ডেন লিপগ্লস দিন। চুল হালকা ব্লোড্রাই করে খোলা রাখতে পারেন। দেখতে ভালো লাগবে। চাইলে একপাশ সিঁথি করতে পারেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়