ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নসিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৫, ২৬ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নসিমন উল্টে মাছ ব্যবসায়ী নিহত

রাজশাহীর গোদাগাড়ীতে নসিমন উল্টে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে রাজাবাড়িহাটের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৪৮)।  তিনি উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

এ ঘটনায় নসিমন চালক লালন শেখ (৩৪) আহত হন। তিনি মান্ডইল গ্রামের মৃত নজিবুর রহমানের ছেলে।

গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জান্নাত জাহান জানান, মাছ ভর্তি এক নসিমন গোদাগাড়ী থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। রাজাবাড়িহাটে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী শরিফুল নিহত হন। পরে আহত চালককে উদ্ধার করে রাজশাহী মেডি‌ক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জান্নাত জাহান আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

 

রাজশাহী/তানজিমুল/বুলাকী

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়