ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সুন্দরবন থেকে হরিণের চামড়া উদ্ধার

আলী আকবর টুটুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুন্দরবন থেকে হরিণের চামড়া উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : পশ্চিম সুন্দরবনের নালিয়ন স্টেশনের কালাবগি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার দুপুরে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কালাবগি থেকে ওই চামড়াটি উদ্ধার করে।

মোংলা কোস্টগার্ডের পশ্চিম জোনের অপারেশন অফিসার এম ফরিদুজ্জামান খান জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের একটি টিম সুন্দরবনে অভিযান পরিচালনা করছিল। এ অবস্থায়  কালাবগিতে  হরিণের চামড়া পাচারকারী একটি চক্র সংঘবদ্ধ হয়েছে খবরে সেখানে অভিযান চালানো হয়। এ সময়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হরিণের চামড়া উদ্ধার করে কোস্টগার্ড।

তিনি জানান, উদ্ধারকৃত হরিণের চামড়াটি সুন্দরবন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/৯ ফেব্রুয়ারি ২০১৭/আলী অঅকবর টুটুল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়