ঢাকা     সোমবার   ২৭ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৩ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ কিমি যানজট

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ২০ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩ কিমি যানজট

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে হাসানপুর পর্যন্ত কুমিল্লা অংশে ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। 

বৃহষ্পতিবার সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, নারয়ণগঞ্জের মেঘনা সেতুর পূর্ব পাশে সংযোগ সড়কের কাজ চলায় এক লেনে যানবাহনগুলো সেতুতে উঠতে গিয়ে ধীর গতিতে চলছে।

আগামীকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় আজ মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ রয়েছে। এ কারণে যানজট হয়েছে। মেঘনা সেতুর কারণে মুন্সীগঞ্জ এলাকায় সৃষ্ট যানজটের লম্বা লাইন কুমিল্লা অংশে প্রভাব ফেলছে।

যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।




রাইজিংবিডি/কুমিল্লা/২০ সেপ্টেম্বর ২০১৮/জাহাঙ্গীর আলম ইমরুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়