ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৭, ২৬ মে ২০২৪  
সাতক্ষীরায় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে বৃদ্ধের মৃত্যু 

প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে উপকূলের বাসিন্দারা

ঘূর্ণিঝড় রেমালের বিপদ সংকেতের কারণে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত শওকাত মোড়ল ওই ইউনিয়নের নাপিতখালী গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন:

রোববার (২৬ মে) রাত পৌনে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম। 

তিনি বলেন, ঘূর্ণিঝড় আতঙ্কে বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রোববার রাত ৯টার দিকে ওই বৃদ্ধ পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। সঙ্গে তার স্ত্রীও ছিল। তার লাশ বাড়িতে নিয়ে রাখা হয়েছে, দাফনের প্রস্তুতি চলছে।

এদিকে, উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। প্রচণ্ড বেগে বইছে ঝড়ো বাতাস। নদ-নদীর পানি ৫-৭ ফুট বেড়ে গেছে।

নুরুজ্জামান/এনএইচ

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়