ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হালদা নদী থেকে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
হালদা নদী থেকে ২৫ হাজার কেজি ডিম সংগ্রহ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ডিম সংগ্রহ শুরু হয়েছে।

শুক্রবার (২২ মে) বিকেল ৪টা পর্যন্ত ৫৬০ জন ডিম সংগ্রহকারী ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ করেছেন।

হালদা নদীর হাটহাজারী থেকে রাউজান উপজেলা পর্যন্ত নদীর বিভিন্ন  অংশে শত শত ডিম সংগ্রহকারী নদীতে ডিম সংগ্রহ করতে শুরু করেন। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন নদীতে অবস্থান করে  ডিম সংগ্রহে তদারকি করেন।

ইউএনও রুহুল আমিন রাইজিংবিডিকে জানান, সকাল থেকেই হালদা নদীতে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। এখন সংগ্রহকারীরা ছোট ছোট নৌকায় তাদের নিজস্ব কৌশলে ডিম সংগ্রহ করছেন। একইসঙ্গে এসব ডিম থেকে নদী পাড়ে হ্যাচারিগুলোতে রেণু ফোটানোর কাজও শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ২৮০টি নৌকায় ৫৬০ জন ডিম সংগ্রহে নিয়োজিত রয়েছেন। বিকেল ৪টা পর্যন্ত হালদা নদী থেকে ২৫ হাজার ৫৩৬ কেজি ডিম সংগ্রহ হয়েছে।  এর পরিমাণ আরও বাড়তে পারে।

উল্লেখ্য, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী। এই নদীতে কাতলা, রুই, মৃগেল, কালবাউশ জাতের মা মাছ নির্ধারিত মৌসুমে ডিম ছাড়ে। নদীর দুইপাড়ে মাছের নিষিক্ত ডিম সংগ্রহের জন্য বংশ পরম্পরায় অভিজ্ঞ জেলেরা অপেক্ষা করে থাকেন।

 

চট্টগ্রাম/রেজাউল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়