ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধ্বংসের পথে হবিগঞ্জের তেঁতুলতলা ছড়া ও পাহাড়ি টিলা (ভিডিও)

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১১ অক্টোবর ২০২০   আপডেট: ১২:৫৬, ১১ অক্টোবর ২০২০
ধ্বংসের পথে হবিগঞ্জের তেঁতুলতলা ছড়া ও পাহাড়ি টিলা (ভিডিও)

ছড়ার নাম তেঁতুলতলা।  এক সময় এ ছড়ার পাড়ে ছিল প্রচুর তেঁতুল গাছ।  তাই এ ছড়ার নাম দেওয়া হয় তেঁতুলতলা ছড়া।  কিন্তু এখন সেসব তেঁতুল গাছ বিলীন প্রায়।  তারপরও ছড়ার নামটি আছে।

তবে প্রভাবশালী চক্রের অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই ছড়া ও ছড়া সংলগ্ন পাহাড়ি টিলা অস্তিত্ব হারাতে চলেছে।

হবিগঞ্জ জেলার চুনারুঘাট-মাধবপুর উপজেলার শানখলা ও বাঘাসুরা ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ের পাদদেশে অবস্থিত  তেঁতুলতলা ছড়া পরিদর্শনকালে দেখা যায় বালু উত্তোলনের ফলে পুরো এলাকাটিই ধ্বংস হতে চলেছে। 

দেখা যায়, তেঁতুলতলা ছড়াটির স্থানে স্থানে গর্ত।  স্তরে স্তরে টিলা কেটে বালু উত্তোলন করে স্তুপ করা হয়।  পরে এসব বালু বিক্রির জন্য ট্রাক্টরে ভরে নির্দিষ্ট স্থানে পাঠানো হচ্ছে। 

হবিগঞ্জের বাসিন্দা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর আজীবন সদস্য ড. জহিরুল হক শাকিল বলেন, শাহজিবাজার রাবার বাগানের তেঁতুলতলা ছড়ায় একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে।  এর কারণে এখানের পুরো পরিবেশই ধ্বংসের পথে।  এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়