ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চসিক নির্বাচন, আর কোনো অঘটন দেখতে চান না সিইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ২৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:২১, ২৪ জানুয়ারি ২০২১
চসিক নির্বাচন, আর কোনো অঘটন দেখতে চান না সিইসি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

রোববার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চসিক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

চসিক নির্বাচনের প্রচারে সহিংসতা ও হতাহতের ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে সেদিকে নজর রাখতে হবে।’

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ‘নির্বাচনের  হারজিত হচ্ছে ভোটারদের পছন্দ ও অপছন্দের বিষয়। এ নিয়ে সহিংসতা ও সংঘাত কোনোভাবে কাম্য হতে পারে না। চট্টগ্রাম ইতোমধ্যে নির্বাচনকে ঘিরে হতাহতের ঘটনা ঘটেছে। এটি খুবই দুঃখজনক।’

সহিংসতা এড়াতে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘নির্বাচনের পর যেন কাউকে বাদী বা আসামি হয়ে থাকতে না হয়, সেদিকে ভোটারদের নজর রাখতে হবে।  যারা চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সহিংসতায় মারা গেছেন আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

নুরুল হুদা বলেন, ‘এখন নির্বাচনে আশ্বস্থ করার মত পরিবেশ বিরাজ করছে।  হাজার হাজার মানুষ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন। প্রার্থীদের সৌজন্যবোধে ভোটাররাও আশ্বস্থ।  সবাই মিলে নির্বাচনের পরিবেশ উৎসবমুখর করে রেখেছেন।’ 

যারা আইনশৃঙ্খলা ও ভোটের কাজে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, ‘ভোট কেন্দ্রে পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যাতে এটি নিয়ে কোন প্রশ্ন না উঠে। ইভিএম ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে এগুলোর নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।’

চট্টগ্রামের নির্বাচনে গুরুত্বপূর্ণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে প্রত্যাশা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের বর্তমান পরিবেশ ধরে রাখতে হবে, সকল প্রার্থী যেন সমান অধিকার পায় এবং নির্বাচন আচরণ বিধি মেনে চলে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।’

চট্টগ্রাম/রেজাউল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়