চাঁদা দাবির প্রতিবাদ করায় সাবেক ছাত্রদল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে চাঁদা দাবির প্রতিবাদ করায় ছাত্রদলের সাবেক এক নেতার বাড়ি লক্ষ্য করে ‘১৫ থেকে ২০ রাউন্ড’ গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। রবিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া উত্তর কুলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত আহমেদ রেজা নগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
আহমেদ রেজা অভিযোগ করেন, প্রতিবেশীর সীমানা দেয়াল নির্মাণ নিয়ে চাঁদা দাবির প্রতিবাদ করায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, চার যুবক মুখে মাস্ক পরে আহমেদ রেজার বাড়ির দিকে লক্ষ্য করে একর পর এক গুলি ছুড়ছেন। ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছুড়ে তারা পালিয়ে যায়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি জসীম উদ্দীন বলেন, ‘‘বিষয়টি জেনেছি। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। তবে, এ বিষয়ে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।’’
ঢাকা/রেজাউল/রাজীব