ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পশ্চিম তীরে কানাডার এমপিদের প্রবেশ করতে দেয়নি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ১৬ ডিসেম্বর ২০২৫  
পশ্চিম তীরে কানাডার এমপিদের প্রবেশ করতে দেয়নি ইসরায়েল

কানাডার পার্লামেন্টের ছয় সদস্যসহ ৩০ জনের একটি প্রতিনিধিদলকে অধিকৃত পশ্চিম তীরে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমস (এনসিসিএম)-এর একজন মুখপাত্রের সদস্যরা এই সফরে অংশগ্রহণ করেছিলেন।

মঙ্গলবার সিবিসি নিউজকে তারা জানান, ইসরায়েলি কর্তৃপক্ষ প্রতিটি প্রতিনিধিদলকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে স্বীকার করে একটি ফরমে স্বাক্ষর করতে বলেছিল। প্রতিনিধিদল নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। 

ইসরায়েলি সেনাবাহিনী চলতি সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে ২৫টি আবাসিক ভবন ভেঙে ফেলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে দখলদারিত্বের মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্ট পশ্চিম তীরে ১৯টি অবৈধ বসতি নির্মাণের অনুমতি দিয়েছে। অথচ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী, পশ্চিম তীরে যেকোনো ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ। 

আল-জাজিরা জানিয়েছে, প্রতিনিধি দলটি নাগরিক সমাজের গোষ্ঠী, ফিলিস্তিনি শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের পাশাপাশি কানাডিয়ান সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে দেখা করার পরিকল্পনা করেছিল।

এনসিসিএম এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিনিধি দলটি নিরাপদে আছেন এবং এখন জর্ডানে ফিরে যাচ্ছেন। জর্ডানে একাধিক বৈঠকে যোগদানের পর তারা কানাডায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়