ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম সিটি নির্বাচনে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৫ জানুয়ারি ২০২১  
চট্টগ্রাম সিটি নির্বাচনে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা

আগামী বুধবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃংখলা রক্ষায় নগরীতে লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

সোমবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা শাহ মো. আবদুর রউফ।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ২৫ জানুয়ারি ভোর ৬টা থেকে ২৯ জানুয়ারি, দিবাগত রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল নিষিদ্ধ থাকবে।
যারা এ আদেশ লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে The Arms Act, 1878 এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রেজাউল করিম/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়