ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনাকালে ঋণ আদায়, জাগরণী চক্রকে জরিমানা

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৯ এপ্রিল ২০২১  
করোনাকালে ঋণ আদায়, জাগরণী চক্রকে জরিমানা

বাগেরহাটে করোনাকালে চাপ দিয়ে ঋণ আদায়ের অভিযোগে বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কচুয়া শাখাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

একই সঙ্গে করোনাকালে ঋণ আদায় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে। 

সোমবার (১৯ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ বলেন, ‘করোনাকালে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জাগরণী চক্র ফাউন্ডেশন গ্রাহকদের চাপ দিয়ে ঋণ আদায় করছিল। এই অভিযোগে দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ আরও বলেন, ‘এর আগেও জাগরণী চক্র ফাউন্ডেশনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এসেছিল। আমরা জাগরণী চক্র ফাউন্ডেশনের বাধাল শাখাসহ কয়েকটি এনজিওর বিভিন্ন শাখাকে সতর্ক করেছিলাম। কোনো এনজিও যদি কিস্তির জন্য ঋণ গ্রহিতাদের চাপ প্রদান করে, তাহলে আমাদেরকে জানাতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদেরও বলা হয়েছে। কোনো এনজিও’র বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুটুল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়