ঢাকা     রোববার   ১৬ নভেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১৯ জুলাই ২০২১   আপডেট: ১০:৩৬, ১৯ জুলাই ২০২১
‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কলিমুল্লাহ ডাকাত দলের প্রধান করিম উল্লাহ (৩২) ওরফে কলিমুল্লাহ ডাকাত র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে দুইটি অস্ত্র ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।

সোমবার (১৯ জুলাই) ভোররাতে কুতুপালংয়ের লম্বাশিয়া ক্যাম্পে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান।

নিহত রোহিঙ্গা ডাকাত করিম উল্লাহ লম্বাশিয়া ক্যাম্পের নির আহমেদের ছেলে।

উপ-অধিনায়ক তানভীর হাসান জানান, কুতুপালং ক্যাম্প এলাকায় একটি রোহিঙ্গা ডাকাত দল অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় র‍্যাব-১৫। এসময় র‍্যাবের অবস্থান টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও গুলি চালায়। পরে ওই স্থান তল্লাশি করে দুইটি অস্ত্র চার রাউন্ড গুলি ও ডাকাত সর্দার করিম উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়