ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভিড় বেড়েছে পাটুরিয়ায়, যানবাহন সংকটে ভোগান্তি 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৫, ৩১ জুলাই ২০২১   আপডেট: ১১:০১, ৩১ জুলাই ২০২১
ভিড় বেড়েছে পাটুরিয়ায়, যানবাহন সংকটে ভোগান্তি 

পাটুরিয়া দৌলতদিয়া ঘাট

আগামীকাল রোববার (১ আগস্ট) থেকে খোলা থাকবে রপ্তানিমুখী শিল্প কারখানা। এ খবরে রাজধানীসহ আশেপাশের এলাকার কারখানায় কাজ করা শ্রমিকেরা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন।

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের অন্যতম মাধ্যম পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট। কারখানায় কাজ করা শ্রমিকেরা লকডাউনে যারা বাড়ি গিয়েছিলেন তারা এ নৌরুট দিয়ে  ফিরতে শুরু করেছেন। ফলে এ নৌরুটে ফেরিগুলোতে যাত্রী চাপ বেড়েছে। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারের সময় দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরিগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়ে পাটুরিয়া ঘাটে আসছে। ঘাট এলাকা থেকে মোটরসাইকেল, সিএনজি,পিকআপে করে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে যাত্রীরা গন্তব্যে ছুটছেন। যাত্রীর তুলনায় যানবাহন কম থাকায় কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। কয়েকগুণ ভাড়া আর যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েছেন তারা।

শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 
মশিউর রহমান নামের এক যাত্রী বলেন, ‘নারায়ানগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করি। আগামীকাল কারখানা খোলার খবরে সকাল ৬টায় কুষ্টিয়া থেকে মহেন্দ্র গাড়িতে জনপ্রতি চারশো টাকা ভাড়া দিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছাই। দৌলতদিয়া থেকে ফেরিতে পাটুরিয়া ঘাটে আসছি। তবে পাটুরিয়া থেকে নারায়ণগঞ্জে যাওয়ার সরাসরি কোনো যানবাহন নেই। ভেঙ্গে ভেঙ্গে গন্তব্য যেতে হবে।’

মরিয়ম বেগম বলেন, ‘কোনো পরিবহন বাস চলাচল না করায় ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে যেতে হচ্ছে। সেই সঙ্গে এসব যানবাহনে ভাড়াও কয়েকগুণ। পাটুরিয়া ঘাট এলাকায় এক ঘণ্টা অপেক্ষার পর পিকআপে উঠেছি।’ 

ইদ্রিস মিয়া বলেন, ‘কারখানায় কাজ করে যা বেতন পায় তা লকডাউনে বাড়ি যেতে আরা কারখানায় ফিরতেই শেষ হয়ে যাচ্ছে। তারপরও চাকরিটা বাঁচাতে কর্মস্থলে ফিরছি।’

সুমন মিয়া নামের এক মোটর সাইকেল চালক বলেন, ‘পাটুরিয়ায় যাত্রী চাপ বেড়েছে। আমরাও মোটরসাইকেল চালকরা মহাসড়কে ঝুঁকি থাকা সত্ত্বেও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিচ্ছি। ঘাট এলাকা থেকে সাভার এক হাজার আর গাবতলী যেতে তেরশো টাকা নিচ্ছি।’

অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ১৬ ফেরি রয়েছে। জরুরি পরিষেবার আওতাধীন যানবাহন পারাপারে সকাল থেকে ৭ থেকে ৮টি ফেরি চলাচল করছে।

চন্দন/বুলাকী 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়