ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৩, ২৫ আগস্ট ২০২১  
রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবি 

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের দাবিতে মানববন্ধন করেছে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটি।

বুধবার (২৫ আগস্ট) সকালে কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নেতা-কর্মীর মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কিছু রোহিঙ্গার বেপরোয়া কর্মের কারণে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটছে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বাড়ছে খুনোখুনি। যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানো দরকার। প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হলে দেশের অপূরণীয় ক্ষতি হবে।’ 

সংগঠনের সহসভাপতি মনজুর আলম সিকদারের সভাপতিত্বে কক্সবাজার পাবলিক লাইব্রেরির সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের শনাক্ত করে তাদেরকে এক জায়গায় নিয়ে আসা দরকার। যারা অবৈধভাবে পাসপোর্ট ও এনআইডি করেছে সবগুলো বাতিল করতে হবে।’ 

রোহিঙ্গাদের মদদদাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সমাবেশে দাবি জানান বক্তারা।

কক্সবাজার রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি নুরুল আজিম সওদাগর, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইমাম খাইর, সহসাধারণ সম্পাদক শামশুল ইসলাম কেলু, মাস্টার জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মো. নেজাম উদ্দিন, দপ্তর সম্পাদক কানন বিশ্বাস।

কক্সবাজার/তারেকুর/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়