ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৩০ নভেম্বর ২০২১   আপডেট: ১৫:৪৮, ৩০ নভেম্বর ২০২১
গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে 

আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির জরুন এলকায় অবস্থিত রিপন নীটওয়্যার লিমিটেড কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া। 

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে কারখানাটির নিচতলার এক্সেসোরিস গোডাউনে আগুনের সূত্রপাত হয়।

হামিদ মিয়া বলেন, ‘কারখানার নিচতলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনে বিপুল পরিমান ইলাস্টিক থাকায় অতিরিক্ত ধোঁয়ার সৃষ্টি হয়, এতে আগুন নিয়ন্ত্রণে একটু সময় বেশি লাগে। তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়