ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রীকে ইভটিজিং: ফেরিওয়ালার ৩ মাসের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ৮ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৯:৪২, ৮ ডিসেম্বর ২০২১
ছাত্রীকে ইভটিজিং: ফেরিওয়ালার ৩ মাসের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত ইব্রাহিম

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ইভটিজিং করায় ইব্রাহিম (২৫) নামের এক ফেরিওয়ালাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে টাঙ্গাইলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। 

আরো পড়ুন:

ইব্রাহিম শহরের আদালতপাড়া এলাকার আব্দুল কাদের খানের ছেলে। তিনি শহরে ফেরি করে এলইডি বৈদ্যুতিক বাল্ব বিক্রি করেন।

ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, বিকেলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসে উঠে পড়ে ইব্রাহিম। এসময় বাসে থাকা অন্যান্যরাও তাকে শিক্ষার্থী মনে করে বাসের সিটে বসতে দেন। কিছুক্ষণ পরেই ইব্রাহিম বাসে থাকা শিক্ষার্থীদের ইভটিজিং করতে শুরু করে। পরে শিক্ষার্থীরা তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ে নিয়ে যায়। রাতে ইব্রাহিম ইভটিজিং-এর কথা স্বীকার করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

কাওছার/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়