ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

গোপালগঞ্জে ৪ জয়িতাকে সম্মাননা 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ৯ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৫:০২, ৯ ডিসেম্বর ২০২১
গোপালগঞ্জে ৪ জয়িতাকে সম্মাননা 

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গোপালগঞ্জে শ্রেষ্ঠ ৪ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এসময় আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি পালন করে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

আরো পড়ুন:

গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো. আলতাফ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জেলা শ্রেষ্ঠ চার জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। অর্থনৈতিক সাফল্যে লাবনী আক্তার, সফল জননীতে নির্মলা বিশ্বাস, সমাজ উন্নয়নে মনিকা রানী বোস ও নিয্যাতনের বিভিষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় দিপালী বাড়ৈর হাতে সম্মাননা হিসাবে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

বাদল/বুলাকী

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়