ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

লঞ্চে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

ঝালকাঠী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ২৫ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৯:৪০, ২৫ ডিসেম্বর ২০২১
লঞ্চে আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৩৯

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জন মারা গেছেন

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ‌্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। 

শনিবার (২৫ ডিসেম্বর) সকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, হাবিব খান ( ৪৫) নামে একজনকে রাতে ঝালকাঠি থেকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান। 

হাবিব খান বাদে নিহতদের মধ‌্যে এখন পর্যন্ত মাত্র চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বরগুনার পাথরঘাটা উপজেলার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল রাজ্জাক মাস্টার (৬২), বেতাগী উপজেলার আব্দুল কাদেরের ছেলে মো. রিয়াজ হাওলাদার (৩৫), বামনা উপজেলার সঞ্জিব চন্দ্রের ছেলে স্বপ্লীল চন্দ্র (১৪) এবং একই উপজেলার মোসা. জাহানারা বেগম (৪৫)। 

উল্লেখ‌্য, ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি। তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতাল,  বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের ভয়াবহ ৮ লঞ্চ দুর্ঘটনা

লঞ্চে অগ্নিকাণ্ড: ৩৬ মরদেহ হস্তান্তর

বিকট শব্দের পর লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে: দাবি মালিকের

তিন তলা লঞ্চে যাত্রী ছিলো পাঁচ শতাধিক

লঞ্চে আগুন: দগ্ধ ৭২ জন শেবাচিমে ভর্তি 

ঢাকা/ অলোক সাহা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়