ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

লঞ্চে অগ্নিকাণ্ড: ৩৬ মরদেহ হস্তান্তর

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৫, ২৪ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৩:২১, ২৫ ডিসেম্বর ২০২১
লঞ্চে অগ্নিকাণ্ড: ৩৬ মরদেহ হস্তান্তর

ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৩৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী লাশ হস্তান্তর করেন।

বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন ও বরগুনার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মরদেহ গ্রহণ করেন।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- বরগুনার পাথরঘাটা উপজেলার মৃত হোসেন আলীর ছেলে আব্দুল রাজ্জাক মাস্টার (৬২), বেতাগী উপজেলার আব্দুল কাদেরের ছেলে মো. রিয়াজ হাওলাদার ( ৩৫), বামনা উপজেলার সঞ্জিব চন্দ্রের ছেলে স্বপ্লীল চন্দ্র (১৪) এবং একই উপজেলার মোসা. জাহানারা বেগম (৪৫)।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশে যাওয়া এমডি অভিযান-১০ নামের লঞ্চে অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০ জনের বেশি। হতাহত ব্যক্তিরা বরগুনার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

অলোক/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়