ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

টাঙ্গাইলে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৬২ শতাংশ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৭ জানুয়ারি ২০২২  
টাঙ্গাইলে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৬২ শতাংশ

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৬২ শতাংশ। 

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ৩০৭টি নমুনা পরীক্ষায় ১৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আত্রান্তের হার শতকরা ৪৪ দশমিক ৬২ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯১ জন, ঘাটাইলে ১২, কালিহাতীতে ২১, নাগরপুরে ৬, দেলদুয়ারে ৩ জন, বাসাইল, মির্জাপুর, গোপালপুর ও ধনবাড়ী উপজেলায় একজন করে রয়েছেন।  

তিনি আরও জানান, টাঙ্গাইল জেলায় করোনা সংক্রমণের হার ঊর্ধমুখী। সাধারণ মানুষ জ্বর-ঠাণ্ডাকে অবহেলা করছেন, সঠিকভাবে কোয়ারেন্টাইন মানছেন না। এমনি কি নমুনা পরীক্ষা না করেই জনসম্মুখে ঘুরছেন। ফলে সংক্রমণের হার দ্রুত ছড়াচ্ছে। এছাড়া পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এমতাবস্থায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় আগামী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

কাওছার/মাহি 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়