ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফ্রান্সে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশি নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৬ মে ২০২২  
ফ্রান্সে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশি নিহত

নিহত সোহেল রানা

ফ্রান্সের রাজধানী প্যারিসে সন্ত্রাসীদের মারধরে গুরুতর আহত সোহেল রানা নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৫ মে) সকালে তিনি মারা যান।

এর আগে শনিবার (২১ মে) ভোর সন্ত্রাসীদের হাতে গুরুতরভাবে আহত হন সোহেল রানা।

নিহত সোহেল রানার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর গ্রামে। তার বাবার নাম মো.আজিজুল হক সরকার। 

সোহেল রানা স্ত্রী সন্তান নিয়ে প্যারিসে থাকতেন এবং সেখানকার একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

নিহতের বাবা আজিজুল হক সরকার বলেন, ‘আমার ছেলে প্যারিসের একটি রেস্টুরেন্টে রাতের শিফটে কাজ করতেন। স্থানীয় সময় শনিবার ভোর ৫টার দিকে সে রেস্টুরেন্টে থেকে কাজ শেষ করে বের হয়। সে সময় রেস্টুরেন্টের কাছের একটি গলিতে চারজন সন্ত্রাসী মিলে আমার ছেলেকে মারধর করে পালিয়ে যায়। এতে সোহেল মাথায় গুরুতর আঘাত পান। পরে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বাংলাদেশ সময় সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়।’ 

তিনি আরো বলেন, ‘এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে ফ্রান্সের একটি থানায় মামলা করেছেন।’ 

লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মো.ফজলুল হক বলেন, ‘খবরটি শোনার পর আমি মর্মাহত হয়েছি। এটা খুবই কষ্টদায়ক ঘটনা। আল্লাহ ছেলেটিকে জান্নাতবাসী করুন।’ 

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. আজগর হোসেন জানান, খবরটা আমরা পেয়েছি। নিহতের বাড়িতে খোঁজ খবর নিয়েছি। নিহতের বাবা-মা ঢাকার শান্তিনগরে থাকেন। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।’

রতন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়