ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

শাবিপ্রবির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০৪, ২৬ জুলাই ২০২২   আপডেট: ০১:০৭, ২৬ জুলাই ২০২২
শাবিপ্রবির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যার বিচার এবং ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরের সামনে তাদের বিক্ষোভ চলছিল।

এর আগে, সন্ধ্যার দিকে লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ওই শিক্ষার্থীকে আহতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের একটি টিলায় পাওয়া যায়। তার বাড়ি নরসিংদী জেলায়।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, ‘সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি টিলায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তা এখনো জানা যায়নি।’

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘পুলিশ ক্যাম্পাসের বাইরে রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন: শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

নূর আহমদ/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়