ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাগর উত্তাল, সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ বন্ধ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ১৯ আগস্ট ২০২২   আপডেট: ১৯:৪৬, ১৯ আগস্ট ২০২২
সাগর উত্তাল, সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ বন্ধ

উত্তাল সাগর। ফাইল ফটো

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বৈরী আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) বিকেলে সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত পূর্ণিমার সময় নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ৩ নম্বর সংকেত থাকায় ১০ দিন সেন্ট মার্টিনের সঙ্গে টেকনাফের যোগাযোগ বন্ধ ছিল।’

তিনি আরও বলেন, ‘মাঝখানে পরিস্থিতি স্বাভাবিক হলে নৌ যোগাযোগ শুরু হয়। কিন্তু সাগরে ফের ৩ নম্বর সংকেত দেওয়ায় দুই দিন ধরে টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ রয়েছে। এতে সেন্ট মার্টিনে নিত্যপণ্যে ও খাদ্যসামগ্রীর সংকট দেখা দিয়েছে। কোনও পণ্য আনা-নেওয়া করা যাচ্ছে না।’

সেন্ট মার্টিন সী প্রবাল বীচ রিসোর্টের স্বত্বাধিকারী আবদুল মালেক বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে দুই দিন ধরে টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বন্ধ রয়েছে। এতে খাবার সংকট দেখা দিয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য টেকনাফ-কক্সবাজারে নেওয়া যাচ্ছে না।’

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া বলেন, ‘সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’

তারেকুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়