ঢাকা     রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩১

মালয়েশিয়াগামী ট্রলারডুবি: তিন নারীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ৪ অক্টোবর ২০২২   আপডেট: ১৬:৪৪, ৪ অক্টোবর ২০২২
মালয়েশিয়াগামী ট্রলারডুবি: তিন নারীর লাশ উদ্ধার

সমুদ্র থেকে জীবিত উদ্ধার হওয়াদের একাংশ

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমুদ্র থেকে তিন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার হয়েছেন ৩৯ জন। 

আরো পড়ুন: টেকনাফে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, নারীসহ উদ্ধার ৩৪

মঙ্গলবার (৪ অক্টোবর) টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

আরো পড়ুন:

এর আগে একইদিন সকালে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুর মোহাম্মদ ৩৪ জনকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।  

সেসময় নুর মোহাম্মদ জানান, সোমবার দিবাগত রাতে বাহারছড়ার কচ্ছপিয়া নামক স্থান থেকে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করে। পরে ট্রলারটি সাগর ডুবে যায়। এসময় যাত্রীরা সাঁতরে হলবনিয়া ও কাদেরপাড়ার চরে গিয়ে ওঠেন। যাদের উদ্ধার করা হয়েছে তাদের বেশিরভাগই রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক আছেন। এখন তাদের নাম পরিচয় নেওয়া হচ্ছে। 

তারেকুর/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়