ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মাগুরায় ৫০০ মৃত মুরগি বিক্রির সময় আটক

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৪ জানুয়ারি ২০২৩  
মাগুরায় ৫০০ মৃত মুরগি বিক্রির সময় আটক

মাগুরা শহরের পুরাতন বাজারে ৫০০টি মৃত মুরগি জবাই করে বিক্রির সময় আটক করা হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে মাগুরা পৌরসভার এক কর্মকর্তা মুরগিগুলো হাতেনাতে আটক করেন। 

মৃত মুরগির ওজন কমপক্ষে ৪৫০ কেজি। যা পূর্ব চুক্তি অনুযায়ী শহরের বিভিন্ন হোটেলে সরবরাহ করা জন্য প্রস্তত করা হচ্ছিল। 

মাগুরা পৌরসভার কসাই খানা পরিদর্শক রিয়াজ খান বলেন, ‘গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, শহরের পুরাতন বাজার মৃত মুরগি বিক্রি হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া যায়।  পরে জেলা ম্যাজিস্ট্রেটকে খবর দেই।’ 

মাগুরা পৌর সভার স্যানিটারি ইন্সপেক্টর মো. কামরুজ্জামান বলেন, ‘পৌরসভার পক্ষ থেকে আমরা নিয়মিত বাজার পরিদর্শন করছি। বেশ কিছু ধরে রফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী জেলার বাইরে থেকে মরা মুরগি ক্রয় করে বিভিন্ন হোটেলে বিক্রি করে আসছেন— এমন সংবাদের ভিতিত্তে তার দোকান পরিদর্শন করলে আজ ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়।’ 

জেলা প্রশাসনের ম্যাজি্স্ট্রেট অভিদাস শিকদার বলেন, ‘৪০০ কেজির বেশি মৃত মুরগি জব্দ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত রফিকুল ইসলাম পলাতক রয়েছেন।’ 
 

শাহীন/বকুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়