ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেনেড উদ্ধার, গুলিবিদ্ধ ১

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৮, ৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ০৯:৫১, ৭ জানুয়ারি ২০২৩
রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেনেড উদ্ধার, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক‌্যাম্প থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের গুলিতে মো. নবী (৩৮) নামের এক রোহিঙ্গা আহত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

তিনি জানান, শুক্রবার দুপুরে ১০ থেকে ১৫ জন দুষ্কৃতকারী মুখে কালো কাপড় বাঁধা অবস্থায় ক্যাম্প-৮ ইস্ট এর বি/৩৯ ব্লকে অবৈধভাবে প্রবেশ করে। তারা ৮ থেকে ১০ রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় ওই ক্যাম্পের মো. কাসেমের ছেলে নবী গুলিবিদ্ধ হন। সে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। 

তিনি আরও জানান, আহত মো. নবীর ঘরের ভেতর ১টি গ্রেনেড সদৃশ্য বস্তু দেখা যায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটা উদ্ধার করে। ক্যাম্পে পুলিশ মোতায়ন আছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

তারেকুর রহমান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়