ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাড়ি থেকে ডেকে নিয়ে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৪, ৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ২২:২৪, ৮ জানুয়ারি ২০২৩
বাড়ি থেকে ডেকে নিয়ে রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ সেলিম (৩৭) নামের এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।

শনিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্টে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ সেলিম ওই ক্যাম্পের বি-ব্লকের আবদুস সোবহানের ছেলে এবং সাব মাঝির দায়িত্বে ছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সেলিমকে ঘর থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এলোপাথাড়ি গুলি চালায়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।’

তারেকুর/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়