ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্বাসরোধে অটোরিকশা চালককে হত্যা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৯ জানুয়ারি ২০২৩  
শ্বাসরোধে অটোরিকশা চালককে হত্যা

ফাইল ফটো

লক্ষ্মীপুরের কমলনগরে ইসরাফিল (২০) নামের এক অটোরিকশা চালককে শ্বাসরোধে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) উপজেলার চরমার্টিন ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ইসরাফিল ওই উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় স্থানীয়রা মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা জানা যায়নি, তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

লিটন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়