ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ৫ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:০১, ৫ ফেব্রুয়ারি ২০২৩
উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক খুন

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে নুরুল বশর (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন। তিনি একটি এনজিও সংস্থার নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। এর আগে, সকালে উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর বাসিন্দা আব্দু রশিদের বসতঘরের পাশ থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নুরুল বশর উখিয়ার কুতুপালং ক্যাম্প-২ এর মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সৈয়দ হারুন অর রশিদ বলেন, ‘ভোরে নুরুল বশর নামের এক রোহিঙ্গা এনজিও কর্মী ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে খুন করে। মরদেহ ক্যাম্পের আব্দু রশিদের বসতঘরের পাশে পড়ে ছিল। তার মাথায় ও পিঠে গুলির চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তারেকুর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়